আর আর বি JE CBT 2 আজকের বাতিল পরীক্ষা কবে কোথায় হবে?
ভারতীয় রেলের কলকাতা জোন আজকের আর আর বি জুনিওর engineer পদের সিবিটি 2 এক্সাম বাতিল করেছে।
28.8.2019 আজ যাদের
1. রাজা কিশোর চন্দ্র অ্যাকাডেমি অফ টেকনলজি
2. ক্যালকাটা ইনস্টিটিউট অফ টেকনলজি
দুটো সেন্টার এ এক্সাম ছিলো তাদের দুটো শিফ্ট এর পরীক্ষা বাতিল করা হয়েছে।
উপরোক্ত দুটো সেন্টারে কিছু যান্ত্রিক গোলযোগ এর কারণে এ এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে।
ওই দুটো শিফট এর পরীক্ষা পরে নেওয়া হবে বলে আর আর বি কলকাতা র তরফ থেকে জানানো হয়েছে।
কবে হবে এই বাতিল পরীক্ষা?
এখনো কোনো তারিখ চূড়ান্ত হয়নি বলে
আর আর বি কলকাতা র তরফে জানানো হয়েছে।
তারিখ নির্ধারিত হলে আর আর বি র তরফ থেকে এসএমএস ও ইমেইল এর মাধ্যমে পার্থিদের রেজিস্টার্ড মোবাইল নং ও ইমেইল আইডি তে জানানো হবে।
এ ছাড়াও সম্পর্কিত তথ্য জানার জন্যে নিয়মিত আর আর বি র ওয়েবসাইট ভিজিট করুন।
আরও বিস্তারিত তথ্যের জন্য সিধা যোগাযোগ করতে পারেন RRB কলকাতার সাথে।
Email id-kolrrb@gmail.com
Official phone no.-033-25430108
ধন্যবাদ।
সরকারী চাকরীর যে কোনো খবর সবার প্রথম আপনার মাতৃভাষা বাংলাতে পেতে হলে চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখুন।
ভারতীয় রেলের কলকাতা জোন আজকের আর আর বি জুনিওর engineer পদের সিবিটি 2 এক্সাম বাতিল করেছে।
28.8.2019 আজ যাদের
1. রাজা কিশোর চন্দ্র অ্যাকাডেমি অফ টেকনলজি
2. ক্যালকাটা ইনস্টিটিউট অফ টেকনলজি
দুটো সেন্টার এ এক্সাম ছিলো তাদের দুটো শিফ্ট এর পরীক্ষা বাতিল করা হয়েছে।
উপরোক্ত দুটো সেন্টারে কিছু যান্ত্রিক গোলযোগ এর কারণে এ এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে।
ওই দুটো শিফট এর পরীক্ষা পরে নেওয়া হবে বলে আর আর বি কলকাতা র তরফ থেকে জানানো হয়েছে।
কবে হবে এই বাতিল পরীক্ষা?
এখনো কোনো তারিখ চূড়ান্ত হয়নি বলে
আর আর বি কলকাতা র তরফে জানানো হয়েছে।
তারিখ নির্ধারিত হলে আর আর বি র তরফ থেকে এসএমএস ও ইমেইল এর মাধ্যমে পার্থিদের রেজিস্টার্ড মোবাইল নং ও ইমেইল আইডি তে জানানো হবে।
এ ছাড়াও সম্পর্কিত তথ্য জানার জন্যে নিয়মিত আর আর বি র ওয়েবসাইট ভিজিট করুন।
আরও বিস্তারিত তথ্যের জন্য সিধা যোগাযোগ করতে পারেন RRB কলকাতার সাথে।
Email id-kolrrb@gmail.com
Official phone no.-033-25430108
ধন্যবাদ।
সরকারী চাকরীর যে কোনো খবর সবার প্রথম আপনার মাতৃভাষা বাংলাতে পেতে হলে চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখুন।
Comments
Post a Comment