আর আর বি JE CBT 2 আজকের বাতিল পরীক্ষা কবে কোথায় হবে?



ভারতীয় রেলের কলকাতা জোন আজকের আর আর বি জুনিওর engineer পদের সিবিটি 2 এক্সাম বাতিল করেছে।
28.8.2019 আজ যাদের
1. রাজা কিশোর চন্দ্র অ্যাকাডেমি অফ টেকনলজি

2. ক্যালকাটা ইনস্টিটিউট অফ টেকনলজি

দুটো সেন্টার এ এক্সাম ছিলো তাদের দুটো শিফ্ট এর পরীক্ষা বাতিল করা হয়েছে।
উপরোক্ত দুটো সেন্টারে কিছু যান্ত্রিক গোলযোগ এর কারণে এ এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে।

ওই দুটো শিফট এর পরীক্ষা পরে নেওয়া হবে বলে আর আর বি কলকাতা র তরফ থেকে জানানো হয়েছে।


কবে হবে এই বাতিল পরীক্ষা?

এখনো কোনো তারিখ চূড়ান্ত হয়নি বলে
আর আর বি কলকাতা র তরফে  জানানো হয়েছে।

তারিখ নির্ধারিত হলে আর আর বি র তরফ থেকে এসএমএস ও ইমেইল এর মাধ্যমে পার্থিদের রেজিস্টার্ড মোবাইল নং ও ইমেইল আইডি তে জানানো হবে।

এ ছাড়াও সম্পর্কিত তথ্য জানার জন্যে নিয়মিত আর আর বি র ওয়েবসাইট ভিজিট করুন।

আরও বিস্তারিত তথ্যের জন্য সিধা যোগাযোগ করতে পারেন RRB কলকাতার সাথে।
Email id-kolrrb@gmail.com
Official phone no.-033-25430108

ধন্যবাদ।
সরকারী চাকরীর যে কোনো খবর সবার প্রথম আপনার মাতৃভাষা বাংলাতে পেতে হলে চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখুন।



Comments

Popular posts from this blog