স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে

কেন্দ্রীয় সরকারে কয়েক হাজার  জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ 


কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল পাবলিক
ওয়ার্কস ডিপার্টমেন্ট, মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস, সেন্ট্রাল ওয়াট আর  কমিশন ও ফারাক্কা বারেজ এ কাজের জন্য জুনিওর ইঞ্জিনিয়ার  পদে কয়েক হাজার লোক নেয়া হচ্ছে ।

                     কারা কোন পদের জন্যে যোগ্য 


 নং 1:জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল), সেন্ট্রাল ওয়াটার কমিশন:

যে কোনাে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি বা, ডিপ্লোমা পাস

 বয়স-

হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে।


 সিরিয়াল নং 2:জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল),
সেন্ট্রাল ওয়াটার কমিশন
যে কোনাে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি বা, ডিপ্লোমা কোর্স পাশরা
আবেদন করতে পারেন।

 বয়স-
হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে।


সিরিয়াল নং ৩ : জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল), সি.পি.ডব্লু.ডি. :
যে কোনো  প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা
আবেদন করতে পারেন।

বয়স -
হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে।

সিরিয়াল নং 4: জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল), সি.পি.ডব্লু.ডি.:
কোনাে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রিক্যাল বা, মেকানিক্যাল
ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা আবেদন করতে পারেন।

 বয়স-
হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে।

সিরিয়াল নং 5: জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল), এম.ই.এস.
যে কোনাে
স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশরা
আবেদন করতে পারেন।

সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমা
কোর্স পাশ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কাজে প্ল্যানিং, এক্সিকিউশন ও
মেন্টেন্যান্স ইত্যাদি কাজে ২ বছরের অভিজ্ঞতা

বয়স- ১৮ থেকে ৩০


সিরিয়াল নং 6: জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল অ্যান্ড
মেকানিক্যাল), এম.ই.এস.

যে কোনাে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে
ইলেক্ট্রিক্যাল বা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশরা
আবেদন করতে পারেন।

ইলেক্ট্রিক্যাল বা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের
৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশরা ইলেক্ট্রিক্যাল বা, মেকানিক্যাল
ইঞ্জিনিয়ারিংয়ের কাজে প্ল্যানিং,
এক্সিকিউশন ও মেন্টেন্যান্স ইত্যাদি
কাজে ২ বছরের অভিজ্ঞতা

বয়স
 হতে হবে ১৮ থেকে ৩০
বছরের মধ্যে।

সিরিয়াল নং 7: জুনিয়র ইঞ্জিনিয়ার
(সিভিল), ফরাক্কা ব্যারেজ প্রােজেক্ট

: যে
কোনাে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল
ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশ


বয়স-
 হতে হবে ১৮ থেকে
৩০ বছরের মধ্যে।

সিরিয়াল নং ৪: জুনিয়র ইঞ্জিনিয়ার
(ইলেক্ট্রিক্যাল), ফরাক্কা ব্যারেজ
প্রােজেক্ট :

যে কোনাে স্বীকৃত প্রতিষ্ঠান।
থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের
ডিপ্লোমা কোর্স পাশ

বয়স-
হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

সিরিয়াল নং 9: জুনিয়র ইঞ্জিনিয়ার
(মেকানিক্যাল), ফরাক্কা ব্যারেজ
প্রােজেক্ট :

যে কোনাে স্বীকৃত প্রতিষ্ঠান
থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের
ডিপ্লোমা কোর্স পাশ ।

 বয়স-

হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।



সব পদের বেলায় বয়স গুণতে হবে ১-১-২০২০’হিসাবে।

তপশিলীরা ৫বছর, ও.বি.সি.'রা ৩ বছর,শারীরিক প্রতিবন্ধীরা
১০ (তপশিলী হলে ১৫, ও.বি.সি হলে ১৩) বছর ও কর্মরত
আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।

প্রার্থীদের শারীরিক ও মানসিক সক্ষমতা থাকা দরকার।

এজন্য ডাক্তারি পরীক্ষাও হবে ।
 সেই পরীক্ষায় সফল না
হ লে পারলে চাকরি পাবেন না।

 মূল মাইনে :
                     ৩৫,৪০০-১,১২,৪০০ টাকা।

চাকরি হবে
জেনারেল সেন্ট্রাল সার্ভিস
(টেকনিক্যাল) গ্রুপ ‘বি’ নন-গেজেটেড অফিসার পদে।।

প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন।

২০১৯
সালের ‘জুনিয়র ইঞ্জিনিয়ার্স (সিভিল, মেকানিক্যাল,
ইলেক্ট্রিক্যাল, কোয়ান্টিটি সার্ভেয়িং অ্যান্ড কন্ট্রাক্ট) পরীক্ষার
মাধ্যমে।

প্রথমে সর্বভারতীয় কম্পিউটার বেসড পরীক্ষা
হবে।


৫০০ নম্বরের লিখিত পরীক্ষায় থাকবে এই দু'টি
পেপার।

প্রথম পেপারে ২ ঘন্টার পরীক্ষায় প্রশ্ন হবে অবজেক্টিভ
মাল্টিপল চয়েজটাইপের এই বিষয়ে:

(১) জেনারেল ইন্টেলিজেন্স
অ্যান্ড রিজনিং, ৫০ নম্বরের পরীক্ষা।

(২) জেনারেল অ্যাওয়ারনেস,
= ৫০ নম্বরের পরীক্ষা।

(৩) জেনারেল ইঞ্জিনিয়ারিং
 (সিভিল অ্যান্ড
স্ট্রাকচারাল / জেনারেল ইঞ্জিনিয়ারিং (ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল)),

| ১০০ নম্বরের পরীক্ষা।

* নেগেটিভ মার্কিং আছে।

প্রতিটি প্রশ্নের ভুল
উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ০.২৫ নম্বর কাটা যাবে।।


দ্বিতীয় পেপারে ২ ঘন্টার ৩০০ নম্বরের ডেসক্রিপ্টিভ টাইপের ।

| পরীক্ষায় প্রশ্ন হবে জেনারেল ইঞ্জিনিয়ারিং (সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল
" | ইলেক্ট্রিক্যাল /মেকানিক্যাল) শাখার।

 প্রশ্ন হবে ইঞ্জিনিয়ারিং শাখায়
এইসব পরিচ্ছেদের : (ক) সিভিল – বিল্ডিং মেটেরিয়াল, সার্ভেয়িং,
সয়েল মেকানিক, হাইড্রলিক্স, এনভায়রণমেন্টাল ইঞ্জিনিয়ারিং।

(খ)| স্ট্রাকচারাল – থিওরি অফ স্ট্রাকচার, কংক্রিট টেকনােলজি, ।
আর.সি.সি. ডিজাইন, স্টিল ডিজাইন।

 (গ) ইলেক্ট্রিক্যাল – বেসিক
ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেক্ট্রিক্যাল মেজারমেন্ট, সার্কিট
ল, এ.সি. ফান্ডামেন্টাল, মেজারমেন্ট অ্যান্ড মেজারিং ইন্সট্রুমেন্টস,
ইলেক্ট্রিক্যাল মেশিন, সিনক্রোনাস মেশিন্স, ম্যাগনেটিক সার্কিট,
জেনারেল ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, পাওয়ার ফ্যাক্টর, বেসিক
ইলেক্ট্রনিক্স অফ ইলেক্ট্রিক্যাল এনার্জি।

(ঘ) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
– মেশিন অ্যান্ড মেশিন ডিজাইন, থার্মাল ইঞ্জিনিয়ারিং, প্রােডাকশন
ইঞ্জিনিয়ারিং, বয়লার্স, এয়ার কম্প্রেশর, ফ্লুয়িড স্ট্যাটিক্স, হাইড্রোলিক
টারবাইন, সেন্ট্রিফিউগ্যাল পাম্প, মেকানিক্স অ্যান্ড স্টেন্থ অফ
মেটেরিয়ালস ইত্যাদি।


আরাে বিস্তারিত সিলেবাস পাবেন এই
ওয়েবসাইটে:
jayantamahatamyworld.blogspot.com
এছাড়াও ভিসিট করতে পারেন
www.ssc.nic.in

*4 more information about this recruitment click the link below🥉⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️
Click here
























Comments

Popular posts from this blog