
রাজ্যের কোষাগার থেকে দেদার টাকা উড়ছে পুজোতে ক্লাব গুলোকে প্ৰতি বছর 35000 টাকা করে অনুদান দেওয়ার পর, গত বছর থেকে শুরু হয় দূর্গা পুজা কমিটিগুলোকে অনুদান দেওয়া। প্রথম বছর সারা রাজ্যের 28000 পূজো কমিটিকে প্রত্যেক কে দেওয়া হয় 10000 টাকা করে দেওয়া হয়। অর্থাৎ মোট খরচ 280000000 টাকা। এটা গত বছরের হিসাব। এবার টাকার অঙ্কটা আবার আড়ায় গুণ বেড়ে হয় 25000 টাকা । অর্থাৎ সরকার পুজো কমিটিগুলো কে চলতি বছর মোট ৭০ কোটি টাকা অর্থাৎ ৭০০০০০০০০ টাকা দুর্গা পূজা করার জন্য খেয়ালি অনুদান দেবে। এখন প্রশ্ন টা স্বভাবত ই উঠবে যে সরকার বলে রাজ্যের কোষাগারে রাজ্যের মাথার উপর থাকা ঋণ এর সুদ দেয়ার টাকা নেই। যে রাজ্যে কৃষক সামান্য কৃষিঋণ শোধ করতে না পেরে আত্মহত্যা করে। যে রাজ্যে, সরকারী কর্মচারীদের টি.এ ডি.এ দেওয়ার টাকা নেই। যে রাজ্যের রাজধানী টাকার অভাবে বর্সাতে হাঁটু ভর্তি কাদা মেখে শুয়ে থাকে। যে রাজ্যে টাকার অভাবে হসপিটাল আছে ডাক্তার নেই। রোগী আছে ওষুধ নেই। প্রাথমিক শিক্ষকদের উপযুক্ত বেতন দেওয়ার টাকা নেই। যে রাজ্যের ছাত্রদের স্কলারশিপ...