RRB NTPC  পরীক্ষার তারিখ  আবার পিছিয়েছে


  আগের খবর অনুযায়ী রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড  এই সপ্তাহে এনটিপিসি পরীক্ষার তারিখ ঘোষণা করার কথা ছিলো ।
এবং তা এই সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু কিছু অনিবার্য কারণে এই পরীক্ষা পিছিয়েছে ।


   বোর্ডের একজন প্রবীণ কর্মকর্তা বলেছেন, যে তারা আরআরবি এনটিপিসি পরীক্ষার সময়  এখনও নির্ধারণ করেনি ।
 সরকারী বিজ্ঞপ্তি অনুসারে, সেপ্টেম্বর মাসে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে, আরআরবি সম্প্রতি  এখন  আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার, আরআরবি এএলপি টেকনিশিয়ানের মতো অন্যান্য নিয়োগ পরীক্ষা পরিচালনা করতে ভীষণ  ব্যস্ত।
 তাই পরীক্ষার তারিখ আগামী দিনগুলিতে  প্রকাশের কোনও সম্ভাবনা নেই।


 “আরআরবি এনটিপিসির আবেদনের যাচাই-বাছাই এখনও চলছে।  সেপ্টেম্বর ছেড়ে দিন, আমরা অক্টোবরেও তারিখ প্রকাশ সম্পর্কে নিশ্চিত নই।  কেনোনা, আমরা অন্যান্য নিয়োগ পরীক্ষা নিয়ে ব্যস্ত আছি, ”রেলওয়ের এক কর্মকর্তা জানিয়েছ ।

তাছাড়া সম্প্রতি আর আর বি জুনিওর ENGINEER নিয়োগের CBT-2 পরীক্ষায় প্রশ্ন পত্র ফাঁসের খবর এসেছে।
সেদিনের পরীক্ষার প্রশ্নের কিছু পার্ট এর স্ক্রীনশট ফেসবুক আর হোয়াটস অ্যাপে ভাইরাল হয়।
সেই নিয়ে কিছু পার্থী আবার সেই পরীক্ষা বাতিল করে  পুনরায় পরীক্ষা করার দাবী জানিয়েছে।

সেটিও নিয়েও রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যথেষ্ট চাপে পড়েছে বলে জানা যাচ্ছে।

Comments

Popular posts from this blog